ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট কে আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে
ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট কে আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে

পত্রদূত প্রতিনিধিঃ    নজরুল ক্ষেত্র সংলগ্ন স্থানে 2022 সালের ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়ে। বুধবার এই ইনস্টিটিউটের ২৩-২৪ বর্ষের ছাত্র ছাত্রীদের শংসাপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ।নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, তথ্য ও সংস্কৃতি দপ্তরের কালচারাল কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা ।অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট আমাদের গর্ব ।এই প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে ।বর্তমানে সার্টিফিকেট কোর্স চলছে।অদূর ভবিষ্যতের ডিগ্রী কোর্স চালু হবে । ইনস্টিটিউটের স্টুডিওর জন্য জায়গা দেখা হচ্ছে । ইনস্টিটিউটে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, মাঝে মাঝে তিনি এসে দেখবেন এখানে কি ধরনের কাজকর্ম চলছে ।তিনি বলেন, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না ।নিজেকে দুর্বল ভাবলেও চলবে না ।ইতিবাচক মানসিকতা নিয়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে ।সব সময় ভাবতে হবে  শচীন তেন্ডুলকরের মতোই আমরাও ব্যাট হাতে মাঠে নামতে পারি । এদিন ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী ।প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ফ্যাকাল্টি দের সাথেও কথা বলেন তিনি। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন মুখ্যমন্ত্রী।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও