মোমবাতি কারখানা গুলিতে চলছে মোমবাতি বানানোর কাজ
মোমবাতি কারখানা গুলিতে চলছে মোমবাতি বানানোর কাজ

পত্রদূত প্রতিনিধিঃ    আর মাত্র ২ দিন বাকি দীপাবলি উৎসবের। বাহারি রঙের আলোয় সে উঠবে গোটা দেশ। বাদ যাবে না রাজ্য। ব্যতিক্রমী হবেনা মন্দির নগরী উদয়পুর। উদয়পুরের বিভিন্ন মোমবাতি কারখানা গুলিতে চলছে মোমবাতি বানানোর চরম ব্যস্ততা। উদয়পুর বনদুয়ার এলাকার বিপ্লব সাহা ও টেপানিয়া আর ডি ব্লকের অন্তর্গত এস এস জি গ্রুপের সুমা দাসের মোমবাতি কারখানা গিয়ে দেখা গেল চরম ব্যস্ততা। শ্রমিক থেকে মালিক সবাই ব্যস্ত মোমবাতি বানানো এবং প্যাকেটিং করে বাজারজাত করা। সময় বেশি নেই। দীপাবলি উৎসব একেবারে দৌড়গোড়ায়। দীপাবলি উৎসবে সঠিক সময়ে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে মোমবাতি যোগান দিতে দিনরাত খেটে চলছে সবাই। বিপ্লব সাহা এবং সুমা দাস জানা তারা বেশিদিন হয়নি মোমবাতি বানানোর কাজে হাত দিয়েছে। এক্ষেত্রে সুমা দাস বলেন এসএসসি গ্রুপের মাধ্যমে তিনি ট্রেনিং দিয়ে এসে মোমবাতি বানানোর কাজ শুরু করেছেন। বর্তমানে চাহিদা অস্বাভাবিক বেড়ে যাওয়া নতুন মেশিনে এনে আরো বেশি করে মোমবাতি তৈরি করে বাজারজাত করা পরিকল্পনা রয়েছে। অনুরূপভাবে বিপ্লব বলেছেন তার চাহিদা অনুযায়ী মোমবাতি তৈরি করে মানুষের চাহিদা মেটানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। তাদের দুজনেই বলেন উনাদের কারখানা তৈরি মোমবাতি সারা বছর গোমতী জেলার বিভিন্ন বাজার গুলিতে বিক্রি হয়। চাহিদা ও খুব বেশি। সামনেই দীপাবলি উৎসব তাই স্বাভাবিকভাবেই মোমবাতি চাহিদা এখন আরো অনেক বেড়েছে। বিপ্লব সাহা বলেন মোমবাতি বানানোর সঙ্গে সঙ্গে তিনি মাটির তৈরি প্রদীপ তৈরি করে বাজারজাত করে বেশ লাভজনক পর্যায়ে পৌঁছেছেন। মোমবাতি বানিয়ে সেই মোমবাতি বাজারে বিক্রি করে উনাদের সংসার চলে। এই মোমবাতি কারখানায় কাজ করে অনেক পুরুষ এবং মহিলা শ্রমিকের সংসার চলে বলে তারা জানায়।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও