বর্তমানে ভারতে প্রতিরক্ষা উৎপাদন বাস্তুতন্ত্র নতুন উচ্চতা স্পর্শ করছে : প্রধানমন্ত্রী
পত্রদূত প্রতিনিধিঃ বর্তমানে ভারতে প্রতিরক্ষা উৎপাদন বাস্তুতন্ত্র নতুন উচ্চতা স্পর্শ করছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ১০ বছর আগে যদি আমরা দৃঢ় পদক্ষেপ না নিতাম, তাহলে এখন এই গন্তব্যে পৌঁছানো অসম্ভব ছিল। গুজরাটের ভদোদরায় সোমবার যুগ্মভাবে টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড ক্যাম্পাসে সি-২৯৫ বিমান তৈরির জন্য টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ। এই অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনও সম্ভাবনাকে সমৃদ্ধিতে রূপান্তর করতে সঠিক পরিকল্পনা এবং সঠিক অংশীদারিত্ব প্রয়োজন। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের পুনরুজ্জীবন সঠিক পরিকল্পনা এবং সঠিক অংশীদারিত্বের উদাহরণ। গত দশকে, দেশ এমন অনেক সিদ্ধান্ত নিয়েছে যার ফলে ভারতে একটি প্রাণবন্ত প্রতিরক্ষা শিল্পের বিকাশ ঘটেছে।প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, গত ৫-৬ বছরে, ভারতে ১০০০টি নতুন প্রতিরক্ষা স্টার্টআপ এসেছে। গত দশ বছরে ভারতের প্রতিরক্ষা রফতানি বেড়েছে ৩০ গুণ। এখন আমরা ১০০টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করি। এখন আমরা দেশে দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিচ্ছি। এয়ারবাস ও টাটার এই কারখানা থেকে হাজার হাজার কর্মসংস্থান হবে।