কুমারঘাটে পূজোর বাজারের করুন অবস্থা
পত্রদূত প্রতিনিধিঃ রাত পোহালেই বাঙালীর শ্রেষ্ঠ পার্বন দূর্গোৎসব। পূজোকে ঘিরে মাতৃ আরাধনায় দিকে দিকে চলছে শেষ তুলির টান। পূজো মানেই উৎসবপ্রেমী বাঙালীর কাছে বাড়তি উন্মাদনা। দেবী দূর্গার আগমনে প্রতিবছরই প্রকৃতি যেমন নতুন রূপে সাজে তেমনি আপামোর বাঙালীও নতুন পোষাকে সেজে উঠতে চায় যার যার সাধ্যমতো। বিশেষ করে মহালয়ার দিন থেকেই উৎসবপ্রেমীরা লেগেপড়েন পূজোর কেনাকাটায়। কিন্তু বিগত বছর কয়েক ধরেই ত্রিপুরায় পূজোর বাজারে মন্দার কোপ পড়েছে বলে অভিমত ব্যাবসাহীদের। যা এবছরও বিদ্যমান। ঊনকোটি জেলার কুমারঘাট শহরের বাজারেও পূজোর বেচাকেনায় মন্দার প্রভাব চিন্তায় ফেলেছে ব্যাবসাহীদেরকে। রাত পোহালেই পূজো, এমতাবস্থায় কুমারঘাট বাজারের কাপড়, কসমেটিক্সের মতো হাতেগোনা ব্যাবসাহীদের দোকানে বিক্রি মোটামুটি চললেও শহরের অধিকাংশ দোকানেই নেই বিক্রি। শহরের প্রাণকেন্দ্র ভগৎ সিং চৌমুহনিতে থাকা এক কসমেটিক্স ব্যাবসাহী মোহিত বনিক তুলে ধরলেন ব্যাবসায় মন্দার প্রভাবের কথা। তিনি জানিয়েছেন, এবছর মানুষ বাজারমুখী হননি এখনো। ফলে দোকানে চাহিদা অনুযায়ী সামগ্রী মজুদ রাখলেও বিক্রি হচ্ছেনা জিনিস। অনলাইন মার্কেটিংএর প্রভাব বাজারে ব্যাপকভাবে গ্রাস করেছে বলে জানিয়েছেন বিক্রেতা। এদিকে একই অবস্থা কাপড়ের দোকানগুলোতেও। ক্রেতারা হাতেগোনা দুএকটি দোকানমুখী হলেও অধিকাংশ দোকানেই এখনো তেমন জমে উঠেনি ব্যাবসা। সম্প্রতি ঘটে যাওয়া বন্যার প্রভাবে বাজারের হাল খারাপ হলেও তারমাঝেই কেনাকাটাও চলছে বলে জানালেন মিঠুন পাল নামের এক কাপড় বিক্রেতা। পূজোর দিনগুলোতে প্রকৃতি অনুকুলে থাকুক এমনই চাইছেন ব্যাবসাহীরা।---