প্রত্যেকটি পুজা মন্ডপে পূজিত হবেন মা দুর্গা।
 প্রত্যেকটি পুজা মন্ডপে পূজিত হবেন মা দুর্গা।

পত্রদূত প্রতিনিধিঃ      প্রত্যেকটি পুজা মন্ডপে পূজিত হবেন মা দুর্গা। মা দুর্গা কে সম্পূর্ণরূপে সাজিয়ে তুলতে এখন ব্যস্ত প্রতিটি মৃৎশিল্পী। প্রত্যেকটি মূর্তি পাড়ায় মৃৎ শিল্পালয়ে চলছে মা দুর্গার প্রতিমায় শেষ তুলির টান। মাকে নানা রূপে সাজিয়ে তুলছে মৃৎশিল্পীরা । এমনই চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়। দেখা গেল প্রত্যেকটি মৃৎশিল্পালয়ে মৃত শিল্পীরা শেষ মুহূর্তের কাজ সেরে নিচ্ছেন। কোথাও কোথাও চলছে প্রতিমা রঙের কাজ আবার কোথাও লক্ষ্য করা গেল মা দুর্গাকে সাজ সরঞ্জাম পড়িয়ে তৈরি করার কাজ।  যখন মৃৎশিল্পীদের সাথে কথা হচ্ছিল উনারা জানান এ বছর প্রতিমা তৈরিতে সময় খুবই কম পেয়েছেন। তাই সাধ্যের বাইরে গিয়ে প্রতিমা তৈরি করতে পারেননি। অনেক দুর্গা মূর্তির অর্ডার সময়ের অভাবে ফিরিয়ে দিয়েছেন। একে ছিল বর্ষা অন্যদিকে হাতে গোনা কুড়ি পঁচিশ দিন। এরমধ্যে প্রতিমা তৈরি করতে হবে। তাই সময়ের অভাবে বেশি প্রতিমা তৈরি করতে পারেনি। কুলাই বাজার এলাকার মৃৎশিল্পী সুভাষ রুদ্র পাল জানিয়েছেন এ বছর উনি বারোটি প্রতিমা তৈরি করছেন। প্রতিমা তৈরি করতে গিয়ে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও সাজসজ্জা থেকে শুরু করে প্রতিমা মাটি খড় সবকিছু চড়া দামে কিনতে হচ্ছে। তাই লাভের অংশ খুবই কম। মৃৎশিল্পী সুভাষ বাবু জানান আজ থেকে ৩০-৩৫ বছর আগে উনাদের প্রতিমা তৈরি করে সারা বছরের সংসার প্রতি পালনের ব্যবস্থা হয়ে যেত। কিন্তু বর্তমানে দুর্গা প্রতিমা তৈরি করে যার রোজগার হয় তাতে মাস তিনেক উনাদের সংসার প্রতিপালন করতে পারেন। বাকি সময়টুকু অন্যান্য কাজ করে সংসার প্রতিপালন করতে হয়। আমবাসার মৃৎশিল্পী আবু পাল জানিয়েছেন এবছর উনি ১৫ টি দুর্গা প্রতিমা তৈরি করছেন। ৩০ থেকে শুরু করে ৬০ হাজার পর্যন্ত প্রতিমার মূল্য। শ্রমিকদের মজুরি দিয়ে তেমন লাভ হচ্ছে না। কেননা প্রতিমা তৈরি করতে গিয়ে যেসব জিনিসপত্রের প্রয়োজন সবকিছুর দাম আকাশ ছোঁয়া। প্রত্যেক বছর মূর্তির সাজসরঞ্জামের দাম বৃদ্ধি পাচ্ছে।  কোনভাবে এই প্রতিমা তৈরি করে সংসার প্রতিপালন করে চলছেন । সকলের জন্য সরকারি সাহায্য থাকলেও মৃৎশিল্পীদের জন্য সরকারিভাবে কোন সুযোগ-সুবিধা নেই বলে জানান।    যেটুকু সময় রয়েছে সে সময়ের মধ্যে মৃৎশিল্পীরা ব্যস্ত দুর্গা প্রতিমাকে সাজিয়ে তুলতে। তাই প্রত্যেকটি মৃৎশীল্পালয়ে চলছে চরম ব্যস্ততা।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও