বাড়ি ফিরে মৃত্যু এক যুবকের
বাড়ি ফিরে মৃত্যু এক যুবকের

পত্রদূত প্রতিনিধিঃ     বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে বাড়ি ফিরে মৃত্যু এক যুবকের। অভিযোগ মদের সঙ্গে বিষ খাইয়ে খুন করা হয়েছে এই যুবককে। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শুরু করেছে এডিনগর থানার পুলিশ। পুলিশের সন্দেহ নকল মদ পানের ফলেই এই মৃত্যু হতে পারে। তবে নিহত যুবকের মা এবং ভাই থানায় খুনের মামলা করবেন বলে জানিয়েছেন। নিহত যুবকের নাম পার্থ ভট্টাচার্য। পেশায় কাঠমিস্ত্রি এই যুবক। তাকে খুনের অভিযোগ পার্থর বন্ধু বুড়া দত্তের বিরুদ্ধে। নিহত যুবকের মা জানান, মধ্য চারিপাড়ার শচীন্দ্রলাল এলাকায় তাদের বাড়ি। ছেলে কাঞ্চননগর শিবিরটিলার বুড়া দত্তের সঙ্গে কাঠের কাজ করেন। শনিবার সকালে দু'জনের কাজও করে ফিরে আসে। পরে দুপুর ১২টার দিকে বুড়ার সঙ্গে বেরিয়ে পড়েন পার্থ। বাড়ি ফিরেন মদমত্ত অবস্থায়। বাড়ি ফেরার পরই মৃত্যু হয় পার্থর। পরিবারের লোকজনদের অভিযোগ, মদের সঙ্গে বিষ জাতীয় কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছে পার্থকে। এই কারণেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন। বুড়া দত্তের খুঁজেও পুলিশের একটি টিম রাতে বেরিয়েছেন। অভিযোগ, চারিপাড়া বাসস্টপের কাছে নকল মদ বিক্রি  হয়। এখানে বহু যুবক মদের আসরে বসেন। এছাড়া এমবি টিলায় মদের আসর বসে। এই এলাকাগুলিতে কোটি কোটি টাকার নেশার ব্যবসা। পুলিশ এই সব ব্যবসায় অভিযান করে না এখন। পার্থ মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত হলে নেশার ব্যবসার বিরুদ্ধেও সফলতা পাবে পুলিশ বলে স্থানীয়দের বক্তব্য।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও