দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারস ইন্ডিয়ার রাজ্য শাখার উদ্যোগে রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী
পত্রদূত প্রতিনিধিঃ সারা দেশে ৫৭ তম প্রকৌশলী দিবস পালিত হচ্ছে । এই উপলক্ষে রাজ্যেও ইঞ্জিনিয়ারদের বিভিন্ন সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে । এদিন গোর্খাবস্তি স্থিত IEI ভবনে এক রক্তদান শিবির আয়োজন করে দি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারস ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য শাখা । এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এর আগে বিশ্বখ্যাত প্রকৌশলী ভারতরত্ন স্যার এম বিশ্বশ্বসরায়া'র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইঞ্জিনিয়ারদের ছাড়া কোন কিছু সম্ভব নয় ।যে সবকিছু দেখা যাচ্ছে তার সবকিছুই ইঞ্জিনিয়ারদের সৃষ্টি ।তিনি জানান ,দেশ নির্মাণে প্রচুর উল্লেখযোগ্য কাজ করে গেছেন ভারতরত্ন বিশ্বেশ্বরায়া। তার জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হচ্ছে ইঞ্জিনিয়ারস দিবস ।এমন একটি মহৎ দিনে রক্তদান শিবিরের মত সামাজিক কর্মসূচি গ্রহণ করায় উদ্যোক্তাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন ,রাজ্যে এমনও ইতিহাস রয়েছে একজন ১০০ বারের উপর স্বেচ্ছায় রক্তদান করেছেন ।মুখ্যমন্ত্রী বলেন ,বিভিন্ন সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির দেখে অন্যান্য মানুষরাও রক্তদানে উৎসাহিত হন। তিনি আরো জানান ,দেশের মধ্যে স্বেচ্ছায় রক্তদানে জনজাগরণ সৃষ্টি করেছে ত্রিপুরা।