পানিসাগরে নাবালিকা ধর্ষনের ঘটনায় কুমারঘাটে বিক্ষোব
পত্রদূত প্রতিনিধিঃ পানিসাগরের নাবালিকা ধর্ষণ কাণ্ডে কুমারঘাটে গর্জে উঠলো কংগ্রেস দল। নেক্কারজনক এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চেয়ে রবিবার পাবিয়াছড়া বিধানসভায় দলীয় অফিসের সামনে বিক্ষোভ দেখায় পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সাধারন সম্পাদক তরুন সাহা, সম্পাদক সত্যবান দাস, জেলা কংগ্রেস সহসভাপতি রিন্টু লাল দেব, পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব সহ অন্যান্যরা। প্রতিবাদ সভায় রিন্টুলাল দেব অভিযোগ করেন, বিজেপির শাসনে রাজ্যে বেড়েছে ধর্ষনের ঘটনা। পানিসাগরে নাবালিকা ধর্ষন কাণ্ডে জড়িতরা শাসক দল আশ্রিত। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তোলেন তিনি। দোষীরা উপযুক্ত শাস্তি না পেলে আগামীদিনে কংগ্রেস দল আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান কংগ্রেস নেতা। এদিন নেতৃত্ব অভিযোগ করেন বহিঃরাজ্যে ধর্ষনের ঘটনায় ত্রিপুরায় যখন শাসক দল দোষীদের শাস্তির দাবীতে সরব হয় তখন বিজেপির শাসনে ত্রিপুরায় ধর্ষনের ঘটনায় মৌনব্রত পালন করছে শাসক দল। - উল্লেখ্য কোলকাতার আরজিকর হাসপাতালে ধর্ষনের শিকার হয়ে খুন হতে হয় চিকিৎসক মৌমিতা দেবনাথকে। এই ঘটনা নিয়ে সর্বত্রই যখন প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে সেই আবহেই ফের ধর্ষনের ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।