কংগ্রেসের ডিএনএ-তেই দুর্নীতি রয়েছে : প্রহ্লাদ জোশী
পত্রদূত প্রতিনিধিঃ কংগ্রেস তথা কর্ণাটকের সিদ্দারামাইয়া সরকারের বিরুদ্ধে তীব্র অক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রহ্লাদ জোশী। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেছেন, কংগ্রেসের ডিএনএ-তেই দুর্নীতি রয়েছে। এমইউডিএ ও বাল্মীকি কর্পোরেশন দুর্নীতি ইস্যুতে কর্ণাটক বিজেপির পদযাত্রায় কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, "কংগ্রেস দলের ডিএনএতে কেলেঙ্কারি ও দুর্নীতি রয়েছে। ১৯৫২ সাল থেকে যখনই কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল, সেখানে বিশাল কেলেঙ্কারি হয়েছে - নেহেরুজি থেকে মনমোহন সিং... সিদ্দারামাইয়া তা চালিয়ে গিয়েছেন।"এমইউডিএ ও বাল্মীকি কর্পোরেশন দুর্নীতি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে বলেছেন, "এই দু'টি ক্ষেত্রেই সিদ্দারামাইয়া অভিযুক্ত। কংগ্রেস গরিবদের টাকা হায়দরাবাদে স্থানান্তর করেছে। কারা এটা করেছে? কংগ্রেস হাইকমান্ড সিদ্দারামাইয়াকে নির্বাচনের জন্য তেলেঙ্গানায় টাকা পাঠাতে বলেছে... ন্যায়বিচারের জয়ের জন্য, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, আমরা সরকারকে পতন করতে যাচ্ছি না, তবে আমরা ন্যায়বিচার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব।"