ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের জন্য ভারত এক মিলিয়ন ডলার অবদান রাখবে : প্রধানমন্ত্রী
ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের জন্য ভারত এক মিলিয়ন ডলার অবদান রাখবে : প্রধানমন্ত্রী

পত্রদূত প্রতিনিধিঃ  ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের জন্য ভারত এক মিলিয়ন ডলার অবদান রাখবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, পৃথিবী আমাদের মা এবং আমরা তার সন্তান। এই ধারণা নিয়ে ভারত ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এবং মিশন লাইফের মতো সমাধান দিচ্ছে। নতুন দিল্লিতে রবিবার বিশ্ব হেরিটেজ কমিটির ৪৬-তম অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধ্যায় ভারত মন্ডপমে এই অধিবেশনের সূচনা করেছেন।এই অধিবেশনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "গত বছর আমরা জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করেছি। সম্মেলনের থিম ছিল এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত। আমরা এর অনুপ্রেরণা নিয়েছি বাসুধৈব কুটুম্বকমের চিন্তা থেকে।  খাদ্য ও জলের সংকটের চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত বাজরার প্রচার করছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও