কুমারঘাটে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেব্বর্মাকে বিপুল ভোটে জয়ী করাতে দলীয় কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব
কুমারঘাটে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেব্বর্মাকে বিপুল ভোটে জয়ী করাতে দলীয় কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব

পত্রদূত প্রতিনিধিঃ   আগামী ২৬শে এপ্রিল ত্রিপুরায় দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহন। আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করার লক্ষে পশ্চিম ত্রিপুরার ভোট মিটতেই এখন পূর্ব ত্রিপুরার দিকে বাড়তি নজর দিয়েছে বিজেপি।  নির্বাচনে জয়ী হতে দলীয় কার্যকর্তারই দলের মূল শক্তি। তাই ভোটের আগে শনিবার কুমারঘাটে দলীয় কার্যকর্তাদের নিয়ে বৈঠক করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। কুমারঘাটের টাউন হলে পৃষ্টাপ্রমুখ, বুথ সভাপতি সহ দলীয় পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন বিপ্লব দেব। উপস্থিত ছিলেন দলের সাধারন সম্পাদক তথা এলাকার বিধায়ক ভগবান দাস, মণ্ডল সভাপতি কার্তিক দাস সহ অন্যান্যরা। সভায় ভোকাল টনিকে দলীয় পদাধিকারীদের উজ্জিবিত করে ভোটারদের সাথে জনসংযোগ বৃদ্ধির আবেদন জানান বিপ্লব দেব। সভা শেষে দলের সাধারন সম্পদক ভগবান দাস জানিয়েছেন পূর্ব ত্রিপুরার ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর প্রচারে নেমেছে বিজেপি। মানুষের স্বতঃস্ফূর্ততায় উত্তর এবং ঊনকোটি জেলার কয়েকটি সভা শেষে কুমারঘাটের এই বৈঠক থেকে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত বলে জানালেন ভগবান দাস। এদিন পশ্চিম ত্রিপুরার ভোটে বিরোধীদের তোলা সন্ত্রাসের অভিযোগ খণ্ডন করে তিনি অভিযোগ করেন যারা সন্ত্রাসের অভিযোগ তুলছে তাদের জন্মই সন্ত্রাসের গর্ভে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও