দেশের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি : প্রধানমন্ত্রী
দেশের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি : প্রধানমন্ত্রী

পত্রদূত প্রতিনিধিঃ দেশের উন্নয়নের জন্য বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এই কারণেই এমনকি তেলেঙ্গানার জনগণও বলছেন, এবার ৪০০ পার! সোমবার তেলেঙ্গানার আদিলাবাদের জনসভা থেকে তেলেঙ্গানার জন্য ৫৬ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, "আপনারা সবাই এই 'বিকাশ উৎসব'-এ এত বড় সংখ্যায় অংশ নিচ্ছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ...কিছু মানুষ নিজেদের অভ্যাস দ্বারা বাধ্য। তাই, তারা সহজেই বলে যে এটা একটি নির্বাচনী সভা। কিছু মানুষ যারা বিভিন্ন ধরণের বিশ্লেষণ করে তাদের বোঝা উচিত যে এটি কোনও নির্বাচনী সভা নয়, এখনও নির্বাচন ঘোষণা করা হয়নি...আমি এখানে তেলেঙ্গানায় 'বিকাশ উৎসব' উদযাপন করতে এসেছি।"প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "তাঁরা (বিরোধীরা) নির্বাচন নিয়ে কথা বলতে থাকে...গতকাল সারাদিন, আমি ভারত সরকারের সমস্ত মন্ত্রী, সিনিয়র সচিব এবং কর্মকর্তাদের সাথে বসেছিলাম - প্রায় ১২৫ জনের শীর্ষ দল। আমি নির্বাচন নিয়ে আলোচনা করিনি, আমি 'বিকাশ ভারত নির্মাণ'-এর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।" বিরোধীদের আইএনডিআই জোটকে সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আইএনডিআই জোটের নেতারা যারা দুর্নীতি, পরিবারতন্ত্র এবং তোষণের সঙ্গে জড়িত তাঁরা নির্বিকার হয়ে যাচ্ছে। তাঁরা এখন ২০২৪ সালের নির্বাচনের জন্য নিজেদের আসল ইস্তেহার নিয়ে এসেছে। আমি যখন তাঁদের পরিবারতন্ত্র রাজনীতি নিয়ে প্রশ্ন করি, তাঁরা বলতে শুরু করে মোদীর পরিবার নেই। আমার জীবনটা একটা খোলা বইয়ের মতো। দেশের মানুষ আমাকে খুব ভালো করে জানে এবং বোঝেন। যখন আমি গভীর রাত পর্যন্ত কাজ করি এবং খবর বের হয়, তখন লক্ষ লক্ষ মানুষ আমাকে এত কাজ না করে, ভালোভাবে বিশ্রাম নিতে বলেন।"

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও