৯ মার্চ বিহারে নির্বাচনী প্রচারে যাচ্ছেন অমিত শাহ
৯ মার্চ বিহারে নির্বাচনী প্রচারে যাচ্ছেন অমিত শাহ

পত্রদূত প্রতিনিধিঃ আগামী ৯ মার্চ বিহার সফরে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৯ মার্চ তিনি পাটনা জেলার পালিগঞ্জ সফর করবেন। এখান থেকেই তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন। তারপর অমিত শাহ মহকুমা সদর বাজারে অবস্থিত কৃষি খামার মাঠে আয়োজিত একটি সমাবেশে বক্তব্য রাখবেন। বিহারে এনডিএ সরকার গঠনের মাত্র এক মাস পেরিয়েছে এরই মধ্যে বিজেপির সিনিয়র নেতাদের নির্বাচনী সফর শুরু হয়ে গিয়েছে।এনডিএ সরকার গঠনের পর প্রথমবার বিহারে আসছেন অমিত শাহ। এই সমাবেশের প্রস্তুতি জোরকদমে শুরু করেছে বিজেপি। এবারের সমাবেশে ১ লক্ষ মানুষকে হাজির করানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর আগে ২ মার্চ প্রধানমন্ত্রী মোদী নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। তিনি ঔরঙ্গাবাদ এবং বেগুসরাইতে ৪৮,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছিলেন। মোদী এই সফরে নাম নিয়ে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে নিশানা করেছিলেন। কংগ্রেস ও আরজেডির ওপর স্বজনপ্রীতির অভিযোগও তুলেছিলেন প্রধানমন্ত্রী মোদী।শাহ এর আগে যখন বিহার সফর করেছিলেন তখন এখানে মহাগঠবন্ধনের সরকার ছিল এবং নীতীশ কুমার ছিলেন “আইএনডিআই” জোটের মিত্র। এখন বিহারে নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার রয়েছে। নতুন সরকার গঠনের পর ৯ মার্চ প্রথমবারের মতো বিহার সফরে যাবেন অমিত শাহ।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও