ইডি-র সমনকে ফের বেআইনি বলল এএপি, হাজিরা প্রসঙ্গে এজেন্সিকে জবাব দিলেন কেজরিওয়াল
ইডি-র সমনকে ফের বেআইনি বলল এএপি, হাজিরা প্রসঙ্গে এজেন্সিকে জবাব দিলেন কেজরিওয়াল

পত্রদূত প্রতিনিধিঃ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমনকে ফের বেআইনি বলল অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি (এএপি)। একইসঙ্গে এএপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ইডি-র সমন বেআইনি, তবুও তিনি জবাব দিতে প্রস্তুত। প্রসঙ্গত, ১২ মার্চের পর যে কোনও দিন হাজিরা দেওয়ার জন্য ইডি-র কাছে তারিখ জানতে চেয়েছেন কেজরিওয়াল।এ বিষয়ে কেজরিওয়ালের দলের পক্ষ থেকে সোমবার সকালে জানানো হয়েছে, "এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে জবাব পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, সমন বেআইনি, তবুও তিনি জবাব দিতে প্রস্তুত। অরবিন্দ কেজরিওয়াল ইডি-র কাছে ১২ মার্চের পরের তারিখ চেয়েছেন। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেবেন অরবিন্দ কেজরিওয়াল।"

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও