করোনা আক্রান্ত কলকাতা মেডিক্যাল কলেজের ৩ চিকিৎসক৷
করোনা আক্রান্ত কলকাতা মেডিক্যাল কলেজের ৩ চিকিৎসক৷

পত্রদূত প্রতিনিধিঃ সূত্রের খবর জানা গিছে, মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগের চিকিৎসক এবং কোয়ারেন্টাইন ওয়ার্ডে কর্মরত এক চিকিৎসক করোনা আক্রান্ত৷ এদেরকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে৷ এছাড়া যে দুজন রোগী করোনা আক্রান্ত হয়েছে, তাদেরকে পাঠানো হয়েছে বারাসাত হাসপাতালে৷ আক্রান্তের সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে ১২ চিকিৎসকওই ১২ চিকিৎ‍সক কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলে থাকেন ।খতিয়ে দেখা হচ্ছে, নতুন করে চিকিৎসকরা এই আক্রান্তদের সংস্পর্শে এসেছিল কিনা৷ তাছাড়া এদের সংস্পর্শে কারা কারা এসেছিল৷প্রসূতির কাছাকাছি যারা সেই সব চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তার মধ্যে ফের মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন করে চিকিৎসক রোগী করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে৷ পুরো বিষয়টির উপর নজর রাখছে স্বাস্থ্য দফতর৷ এদিকে এসএসকেএম হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় ওই হাসপাতালের ১৪ জন পাঠানো হল কোয়ারেন্টাইনে৷ এদের মধ্যে রয়েছেন চিকিৎসক,নার্স এবং সাপোর্ট স্টাফ৷

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও