দেশবাসীকে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর
দেশবাসীকে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

পত্রদূত প্রতিনিধিঃ গত মার্চ মাসের শেষ দিক থেকে  বদলে যায় সবার জীবন দেশে  জারি হয় লকডাউন  বন্ধ হয়ে যায় সব পরিবহন, অফিস, স্কুল,কলেজ প্রথম দফা পেরিয়ে দেশে চলছে দ্বিতীয় দফার লকডাউন   স্বাভাবিক জীবনযাত্রায় প্রত্যেকেরই বিশেষ প্রভাব পড়েছে এর মধ্যেই বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার নরেন্দ্র মোদী LIFEBIN THE ERA OF COVID-19 শিরোনামে ওই লেখা প্রকাশ করেছেন তিনি তাঁর নিজের ওয়েবসাইটে লিখেছেন, এই শতাব্দীর তৃতীয় দশকের শুরুটা খুবই অদ্ভুত। আমাদের পেশাগত জীবন বদলে দিয়েছে। বাড়িই এখন অফিস, ইন্টারনেটই এখন মিটিং রুম। সহকর্মীদের সঙ্গে টিফিন ব্রেক এখন ইতিহাস।এই পরিবর্তনের সঙ্গে তিনিও নিজেকেও মানিয়ে নিয়েছেন। বেশির ভাগ মিটিং করছেন ভিডিও কনফারেন্সে।এই পরিস্থিতিতে প্রযুক্তির বিশেষ গুরুত্বের কথা বলেন প্রধানমন্ত্রী গত ১৪ এপ্রিল দ্বিতীয় দফার লকডাউন নতুন নিয়ম নিয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি জানান, লকডাউন চলবে মে পর্যন্ত। তবে কুড়ি এপ্রিলের পরে কিছু কিছু জায়গায় নিয়ম শিথিল করা হবে।  তিনি জানিয়েছেন দিন আনা দিন খাওয়া মানুষদের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি তিনি আরও বলেন, হটস্পট এর দিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কোন কোন জায়গা হটস্পটে পরিনত হতে পারে সেগুলোর ওপর নজর রাখতে হবে। নতুন কোন হটস্পট তৈরি হয়ে গেলে সেটা সামলানো আরও চ্যালেঞ্জিং

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও