বর্তমান সময়ে ভারতীয় রাজনীতির মীরজাফর হলেন রাহুল গান্ধী : সম্বিত পাত্র
বর্তমান সময়ে ভারতীয় রাজনীতির মীরজাফর হলেন রাহুল গান্ধী : সম্বিত পাত্র

পত্রদূত প্রতিনিধিঃ  ভারতীয় গণতন্ত্র সম্পর্কে অনভিপ্রেত মন্তব্যের জন্য এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। রাহুল গান্ধীকে "মীরজাফর"-এর সঙ্গেও তুলনা করেছেন সম্বিত পাত্র। বলেছেন, বর্তমান সময়ে ভারতীয় রাজনীতির মীরজাফর হলেন রাহুল গান্ধী।লন্ডনে ভারতীয় গণতন্ত্র সম্পর্কে মন্তব্যের জন্য রোজই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন রাহুল গান্ধী। মঙ্গলবার সকালে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, সংসদে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে। তিনি সর্বদা দেশের বদনাম করেন। রাহুল গান্ধী হলেন বর্তমান ভারতীয় রাজনীতির মীরজাফর। তিনি দেশকে অপমান করেছেন এবং বিদেশী শক্তিকে ভারতে হস্তক্ষেপ করতে বলেছেন। এটা কংগ্রেস ও রাহুল গান্ধীর ধারাবাহিক ''ষড়যন্ত্র''। সংসদে তাঁর অংশগ্রহণ সবচেয়ে কম, অথচ তিনিই বলেন সংসদে তাঁকে কথা বলতে দেওয়া হয় না।"

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও