সোনা সহ এক যুবককে আটক করলো জি আর পি পুলিশ।
সোনা সহ এক যুবককে আটক করলো জি আর পি পুলিশ।

পত্রদূত প্রতিনিধিঃ  গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে দেড় কেজি সোনা সহ এক যুবককে আটক করলো জি আর পি পুলিশ। ধৃত যুবকের নাম আবুল বাশার (২৩)। তার পিতার নাম আতাউর ইসলাম। বাড়ি সোনামুড়া থানাধীন নতুন বাজারে। তেজস এক্সপ্রেস ট্রেনে সে আগরতলা থেকে বহিঃরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছিল গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে যাত্রা শুরু করার আগে জি আর পি পুলিশ তাকে আটক করে। তাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দেড় কেজি সোনার বিস্কুট। পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করে এবং পরবর্তীকালে কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় এক কোটি টাকা বলে পুলিশ সূত্রের দাবি। জিআর পুলিশসুপারঅমিতাভ পাল জানান, পুলিশের কাছে গোপন খবর ছিল তেজস এক্সপ্রেসে সোনা পাচার হবে। সেই সূত্র ধরে ট্রেন ছাড়ার আগে খোদ পুলিশ সুপার অমিতাভ পালের নেতৃত্বে তল্লাশি শুরু হয়। এক্সপ্রেস ট্রেনটি কিছু সময়ের জন্য স্টেশনে দাঁড় করিয়ে পুলিশ তল্লাশি শুরু করে । তখনই আটক করা হয় আবুল বাশারকে। প্রথমে সে অস্বীকার করলেও পরবর্তীকালে পুলিশ তার কোমরে তল্লাশি চালিয়ে সোনার বিস্কুট উদ্ধার করে। পুলিশের বিবরণ, আবুল বাশার বিশেষ পদ্ধতিতে সেলাই করা। একটি প্যান্ট পড়েছিল। সেই প্যান্টের কোমরে সোনার বিস্কুট গুলো লুকানো ছিল। উপরে ছিল চামড়ার বেল্ট। পুলিশ সেখান থেকেই সোনা উদ্ধার করে। আগরতলা রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার সাম্প্রতিক কালে ত্রিপুরা পুলিশের একটি বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও