ভারত-জাপান কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তিশীল : প্রধানমন্ত্রী
ভারত-জাপান কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তিশীল : প্রধানমন্ত্রী

পত্রদূত প্রতিনিধিঃ ভারত-জাপান কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক মঞ্চের আইনের শাসনের প্রতি শ্রদ্ধার ওপর ভিত্তিশীল। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ আমি প্রধানমন্ত্রী কিশিদাকে ভারতের জি-২০ প্রেসিডেন্সির অগ্রাধিকার সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করেছি। আমাদের জি-২০ প্রেসিডেন্সির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হল দক্ষিণ গোলার্ধের অগ্রাধিকারের কথা বলা। যে সংস্কৃতি বসুধৈব কুটুম্বকমে বিশ্বাস করে, সবাইকে একত্রিত করে এগিয়ে যেতে বিশ্বাস করে।"প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে ভারতে স্বাগত জানাচ্ছি আমি। বিগত এক বছরে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং আমি বেশ কয়েকবার দেখা করেছি এবং প্রতিবারই আমি ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি তাঁর ইতিবাচকতা এবং প্রতিশ্রুতি অনুভব করেছি। এই গতি ধরে রাখতে তাঁর আজকের সফর উপকারী হবে।" প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "চলতি বছরের সেপ্টেম্বরে আমি আবারও জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের জন্য ভারতে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে স্বাগত জানানোর সুযোগ পাব। আজ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আমাকে জি-৭ নেতাদের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন, যা হিরোশিমায় অনুষ্ঠিত হবে। এ জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই।"দিল্লির হায়দরাবাদ হাউসে এদিন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিনিধি পর্যায়ের আলোচনাতেও বসেন তাঁরা। সোমবার সকালেই ভারত সফরে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। পরে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেন জাপানের প্রধানমন্ত্রী। এরপরই হায়দরাবাদ হাউসে মিলিত হন মোদী ও কিশিদা। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিনিধি পর্যায়ের আলোচনাতেও বসেন তাঁরা। পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও