কলকাতা মেডিক্যাল কলেজে আপাতত বন্ধ নেফ্রোলজির আউটডোর
কলকাতা মেডিক্যাল কলেজে আপাতত বন্ধ নেফ্রোলজির আউটডোর

পত্রদূত প্রতিনিধিঃ  বিশেষজ্ঞ চিকিৎসক এখন SSKM-এ। কলকাতা মেডিক্যাল কলেজে আপাতত বন্ধ নেফ্রোলজির আউটডোর! কতদিন? 'স্বাস্থ্যভবনকে জানিয়েছি, যাতে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেওয়া হয়', বললেন অধ্যক্ষ।এক ছাদের তলায় মেলে সমস্ত ধরণের চিকিৎসার সুযোগ। এ রাজ্য তো বটেই, বাইরে থেকে বহু মানুষ আসেন কলকাতা মেডিক্যাল কলেজে। কিডনির অসুখে ভোগেন, এমন রোগীর সংখ্যাও কম নয়। তাঁদের চিকিৎসা হয় নেফ্রোলজি বিভাগে। আউটডোর চলে সপ্তাহে মাত্র একদিন, বুধবার। সেই আউটডোর এবার বন্ধ হয়ে গেল!কেন? হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল কলেজে নেফ্রোলজি বিভাগে নাকি একজনই শিক্ষক চিকিৎসক ছিলেন! সম্প্রতি তিনি বদলি হয়ে গিয়েছেন SSKM-এ। বস্তুত, বদলি হওয়ার পর সোমবার কাজেও যোগ দিয়েছেন তিনি। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, 'আশা করছি, সামনে সপ্তাহের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক দেবে স্বাস্থ্য়ভবন। ততদিন পর্যন্ত আউটডোর বন্ধ রাখতে হচ্ছে'।

 

 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও