আবহাওয়ার খামখেয়ালি ওঠাপড়া চিন্তা বাড়াচ্ছে অসুস্থতার
আবহাওয়ার খামখেয়ালি ওঠাপড়া চিন্তা বাড়াচ্ছে অসুস্থতার

পত্রদূত প্রতিনিধিঃ  ধীরে ধিরে বাড়ছে তাপমাত্রা। বুধবার বিকেল পর্যন্ত টানা বাড়বে বলে জানানো হয়েছে। এরপরে ওঠানামা করবে তাপমাত্রা। এই আবহাওয়ায় শিশু ও বয়স্কদের শরীর খারাপ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পারদ অবিন্যস্ত ভাবে ওঠানামা করবে বাংলায়। বুধবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। বৃহস্পতি ও শুক্রবার তাপমাত্রা কিছুটা নামবে। শনিবার থেকে আবারও বাড়বে তাপমাত্রা। সোম এবং মঙ্গলবার তাপমাত্রা ফের নিম্নমুখী হবে। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি বেশ কিছুটা নিচে নামতে পারে পারদ। কলকাতায় সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ আগামি সোমবার পর্যন্ত গায়েব থাকবে। মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি হঠাৎ অনেকটা কমবে তাপমাত্রা।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও