মন খারাপ শাহবাজ শরীফের, যাচ্ছেন তুরস্ক সফরে
মন খারাপ শাহবাজ শরীফের, যাচ্ছেন তুরস্ক সফরে

পত্রদূত প্রতিনিধিঃ  ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ককে সহায়তার প্রস্তাব দিতে বুধবার দেশটিতে যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।  মঙ্গলবার এক টুইট বার্তায় পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, ‘প্রধানমন্ত্রী বুধবার সকালে আঙ্কারার উদ্দেশে রওনা দেবেন।’ খবর গলফ টুডের।তথ্যমন্ত্রী মরিয়ম টুইট বার্তায় আরও লিখেছেন, ‘তিনি (পাকিস্তানের প্রধানমন্ত্রী) ভূমিকম্পে ধ্বংসযজ্ঞ, প্রাণহানি এবং তুরস্কের জনগণের জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করবেন। প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের কারণে বৃহস্পতিবারের এপিসি সম্মেলন স্থগিত করা হয়েছে। আলোচনা করে নতুন তারিখ ঘোষণা করা হবে।’তুরস্ক এবং সিরিয়ার ধ্বংসলীলার কারণে শাহবাজ শরীফের মন খারাপ। তিনি এক টুইট বার্তায় নিজের মনোভাব ব্যক্ত করেছেন ।  পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন- তুরস্ক এবং সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পের ২৪ ঘণ্টা পর মৃত্যু ও ধ্বংসের দৃশ্য মনকে অসাড় করে দিচ্ছে- এ মানবিক বিপর্যয়ের সাক্ষী হওয়াটা হৃদয় ভেঙে দেয়।এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উদ্ধারকারী বিশেষজ্ঞ, স্নিফার ডগ স্কোয়াড এবং তল্লাশি সরঞ্জামের সমন্বয়ে দুটি উদ্ধারকারী দল তুরস্কে পাঠিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও