বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার
বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

পত্রদূত প্রতিনিধিঃ গোপন খবরের ভিত্তিতে চুড়াইবাড়ি থানার পুলিশ এবং আই টি বি পি জওয়ানরা যৌথভাবে চুড়াইবাড়ি থানার নাকা পয়েন্টে একটি গাড়িকে আটক করে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় । ঘটনার বিবরণে জানা যায় চুড়াইবাড়ি থানার  ওসি ধ্রুবজ্যোতি দেববর্মার এর কাছে গোপন খবর আসে এক ১৪ চাকার লরি কিছু গাঁজা নিয়ে ত্রিপুরা থেকে আসামের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য আসছে । সেই মোতাবেক চুড়াইবাড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা ও আই টি বি পি ৩৪নং ব্যাটালিয়ান কোম্পানির অ্যাসিস্ট্যান্ট কোম্পানি কমান্ডেন্ট সন্তোষ রতুরি এর নেতৃত্বে চুড়াইবাড়ি থানার পুলিশ কর্মী ও আই টি বি পি  জওয়ানরা চুড়াইবাড়ি থানার সামনে নাকা পয়েন্টে  যানবাহন চেকিং করতে বসেন। আজ বেলা ১ টা নাগাদ RJ19-GF7019 নম্বরের ১৪ চাকার লরিটি নাকা পয়েন্টের সামনে আসতেই পুলিশ ও  আই টি বি পি জওয়ানরা লরিটিকে আটক করে পরবর্তীতে সকলের উপস্থিতিতে লরিটিতে তল্লাশি চালিয়ে ৫৪প্যাকেটে মোট ৫১৯ কেজি শুকনো গাঁজাসহ গাড়ির চালক ও সহ চালককে আটক করা হয় । ধৃত চালকের নাম সুরিয়া জমাতিয়া (১৯) পিতা বিশ্ব মানিক জমাতিয়া  বাড়ি খোয়াই কল্যাণপুর ওয়াতিলংপাড়া এলাকায় সাথে থাকা অপরজন সহচালকের নাম রঞ্জু দেববর্মা (২০) পিতা মৃত দুদুকুমার দেববর্মা বাড়ি জিরানিয়া জয়নগর এলাকায় । চুড়াইবাড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা জানান ধৃতদের বিরুদ্ধে চুড়াইবাড়ি  থানায় একটি এন ডি পি এস ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা য়ায়  গাঁজাগুলি উদয়পুর থেকে আসামের করিমগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল । অপরদিকে চুড়াইবাড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা  জানান তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের  গ্রেফতার করা হয়েছে আগামীকাল বুধবার তাদের কে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হবে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও