বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং
বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং

পত্রদূত প্রতিনিধিঃ  ৫৩-কৈলাসহর বিধানসভা এবং ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং মংগলবার দুপুরে কৈলাসহরে এসে জোড়ো প্রচার করে গেলেন। কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয় বিজেপি দলের বিজয় সংকল্প জনসভা। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, জেলা সভাপতি পবিত্র দেবনাথ, কৈলাসহর ও চন্ডিপুর কেন্দ্রের প্রার্থী মবস্বর আলী ও টিঙ্কু রায়। সমাবেশে লোকসংখ্যা কম হওয়ায় অনুষ্ঠান বিলম্বে শুরু হলেও মাঠ অর্ধেক ভরেনি। মাঠের অর্ধেক চেয়ার ছিল ফাঁকা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ও সাংসদ হেলিকপ্টার যুগে কৈলাসহর আসার পর ঊনকোটি কলাক্ষেত্রে কিছুটা সময় বিশ্রাম নেন। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন কৈলাসহরে এয়ারপোর্ট চালুর জন্য ব্যবস্থা করা হচ্ছে। ঊনকোটি ওয়ার্ল্ড হেরিটেজ স্থানে চলে গেছে। ৭৫০ কোটি টাকা খরচ করে ধর্মনগর, কৈলাসহর ও পেচারতল হয়ে রেলপথ তৈরির কাজ ইতিমধ্যে শুরু হবে। তিনি কংগ্রেস ও সিপিআইএমকে বলেন মানুষের কাছে ভোট চাওয়ার আগে মাথা মুন্ডন করার জন্য। এবার বীরজিৎ সিনহা সিপিএমের কাঁধে উঠে ভোট চাইছেন। তিনি বলেন কৈলাসহর চন্ডিপুর আসনে দুটি পদ্মফুল ফুটানোর জন্য। তিনি এবার মানুষের ভাগ্য পরিবর্তন করে দেবেন

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও