শান্তিকুঞ্জে অভিষেককে চায়ের আমন্ত্রণ দিব্যেন্দুর
 শান্তিকুঞ্জে অভিষেককে চায়ের আমন্ত্রণ দিব্যেন্দুর

পত্রদূত প্রতিনিধিঃ  কাঁথির শান্তিকুঞ্জ অর্থাৎ অধিকারী পরিবারের আবাস। সেই বাড়িরই দোরগোড়ায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাই তাঁকে চা খাওয়ার আমন্ত্রণ জানাবেন দিব্যেন্দু অধিকারী। এমনটাই জানালেন তিনি।আগামী ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে আসছেন। কাঁথি প্রভাত কুমার কলেজের মাঠে অভিষেকের সভা। সেই সভায় এলে তাঁকে চা খাওয়ার আমন্ত্রণ করবেন দিব্যেন্দু অধিকারী। এখন এই প্রভাত কুমার কলেজ মাঠ শুভেন্দু অধিকারীর বাড়ি তথা অধিকারী পরিবারের নিবাস শান্তিকুঞ্জের একেবারে দোরগোড়ায়। আর সেখানেই তৃণমূল কংগ্রেসের বিশাল সমাবেশ। তাই একেবারে বাড়ির কাছে আসছেন বলেই, শান্তিকুঞ্জে চা-খেয়ে যাওয়ার আমন্ত্রণ জানাবেন দিব্যেন্দু অধিকারী। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক বলেন, বাড়ির দোরগোড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন বলে চা খাওয়ার আমন্ত্রণ জানাবেন দিব্যেন্দু। তবে উনি কতটা নিজের শালীনতা বজায় রেখে বলছেন, এটা ভাবতে বলব। কারণ এখনও তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ বলে নিজেকে জাহির করেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনও সভা, মিটিং বা কর্মসূচিতে ওনাকে বিগত প্রায় দেড় বছর ধরে পাওয়া যায়নি। রাষ্ট্রপতি নির্বাচনের সময় দলীয় হুইপও তিনি শোনেননি। তাই তাঁর আমন্ত্রণ করাটা কতটা যুক্তিসম্পন্ন হবে, সবাইকে এ কথাও ভাবতে হবে।

 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও