'২০০২ সালে দাঙ্গাবাজদের শিক্ষা দিয়েছি', নির্বাচনের আগে গুজরাটে বললেন অমিত শাহ
'২০০২ সালে দাঙ্গাবাজদের শিক্ষা দিয়েছি', নির্বাচনের আগে গুজরাটে বললেন অমিত শাহ

পত্রদূত প্রতিনিধিঃ  গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার জন্য যারা দায়ী তাদের ‘এমন একটি পাঠ শেখানো হয়েছিল’ যে রাজ্য ২২ বছর ধরে শান্তিপূর্ণ ছিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সপ্তাহ হতে চলা গুজরাট নির্বাচনের আগে একটি সমাবেশে এই কথা বলেছেন। শাহ খেড়া জেলার মহুধা শহরে বলেন, ‘গুজরাটে কংগ্রেসের শাসনকালে (১৯৯৫ সালের আগে), সাম্প্রদায়িক দাঙ্গা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কংগ্রেস বিভিন্ন সম্প্রদায় এবং বর্ণের মানুষকে একে অপরের বিরুদ্ধে লড়াই করার জন্য উস্কানি দিত। এই ধরনের দাঙ্গার মাধ্যমে, কংগ্রেস তার ভোটব্যাঙ্ককে শক্তিশালী করেছিল এবং সমাজের একটি বড় অংশের প্রতি অবিচার করেছিল’।তিনি আরও বলেন, ‘ভারুচে অনেক দাঙ্গা হয়েছে, কারফিউ, হিংসা হয়েছে। বিশৃঙ্খলার কারণে গুজরাটে উন্নয়নের কোনও জায়গা ছিল না। ২০০২ সালে, তারা সাম্প্রদায়িক হিংসায় লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল... আমরা তাদেরকে শিক্ষা দিয়েছি, আমরা তাদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছি। ২২ বছর হয়ে গিয়েছে, আমরা একবারও কারফিউ জারি করিনি। বিজেপি এমন একটি রাজ্যে শান্তি ফিরিয়ে আনার কাজ করেছে যেখানে ঘন ঘন সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে’। ২০০২ সালে গুজরাটে তিন দিনের হিংসায় ১,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। সেই সময় গোধরায় তীর্থযাত্রীদের বহনকারী একটি ট্রেনের বগি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এর পরে শুরু হওয়া দাঙ্গা থামাতে পর্যাপ্ত দায়িত্ব পালন না করার জন্য রাজ্য পুলিস গুরুতর অভিযোগের মুখোমুখি হয়েছিল। এই ঘটনায় ৫৯ জন নিহত হন।

 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও