ফের সংকটে রাজস্থান কংগ্রেস, মুখ্যমন্ত্রী বদলে চাপ বৃদ্ধি পাইলটের
ফের সংকটে রাজস্থান কংগ্রেস, মুখ্যমন্ত্রী বদলে চাপ বৃদ্ধি পাইলটের

পত্রদূত প্রতিনিধিঃ  সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলোত তীব্র আক্রমণ করেছেন শচীন পাইলটকে। আর এর পরেই আবারও মুখ্যমন্ত্রী বদলানোর জন্য কংগ্রেস হাইকমান্ডের উপর চাপ বাড়িয়ে দিয়েছেন শচীন। অন্যদিকে, রাজস্থান কংগ্রেসের সঙ্কটের বিষয়ে দলের সিনিয়র নেতা কেসি ভেনুগোপালকে ভারত জোড়ো যাত্রা শেষ হওয়া পর্যন্ত রাজস্থানে রাজনৈতিক যুদ্ধবিরতি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজস্থানে পৌঁছবে রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রা। এর আগে, সিএম গেহলোত এবং শচীন পাইলটের মধ্যে রাজনৈতিক লড়াই দলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর, সঙ্কটের বর্তমান পরিস্থিতি সামাল দিতে ২৯ নভেম্বর জয়পুর যাচ্ছেন দলের সংগঠনের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল।সূত্র মারফত আরও জানা গিয়েছে যে এই সময়ে ভেনুগোপাল গেহলোত এবং পাইলট উভয়ের সঙ্গে আলাদাভাবে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন এবং ভারত জোড়ো যাত্রার সময় যে কোনও ধরণের বিতর্ক থেকে দূরে থাকার জন্য কঠোর সতর্ক বার্তাও দেবেন। যদিও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভেনুগোপাল বলেন, 'রাজস্থান কংগ্রেসে কোনও দ্বন্দ্ব নেই। ভারত জোড়ো যাত্রার মাধ্যমে দল তার শক্তি প্রদর্শন করবে’।

 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও