এক ডোজ ৩৫ কোটি টাকা
এক ডোজ ৩৫ কোটি টাকা

পত্রদূত প্রতিনিধিঃ এক ডোজ ওষুধের দাম ৩৫ লাখ ডলার! বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি ৭০ লাখ টাকারও বেশি! বিশ্বের সবচেয়ে দামি এ ওষুধের নাম হিমজেনিক্স।জিনগত রোগ হিমোফিলিয়া বি’র চিকিৎসায় ব্যবহৃত হয়। অস্ট্রেলিয়ার বায়োটেক কোম্পানি সিএসএল বেহরিংয়ের আবিষ্কৃত বিশ্বের প্রথম জিন থেরাপি ওষুধ। মঙ্গলবার এর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এফডিএ)। বুধবার স্বাস্থ্যবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ ও সিবিএস নিউজ।এটি হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীদের জন্য একটি নতুন ওষুধ, যা মাত্র একবার নিলেই যথেষ্ট। যার আকাশছোঁয়া দামের কারণে বর্তমান বিশ্বের সবচেয়ে মূল্যবান ওষুধে পরিণত হয়েছে। হিমোফিলিয়া মূলত রক্ত জমাট বাঁধায় সমস্যাজনিত একটি গুরুতর রোগ। উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি বংশগত রোগ।এ ধরনের রোগীদের রক্ত সহজে জমাট বাঁধে না। ফলে কোনো কারণে কেটে গেলে বা অস্ত্রোপচারের সময় রোগীদের শরীর থেকে রক্তপাত বন্ধ হতে চায় না। এটি তাদের মৃত্যুঝুঁকিতে ফেলে দিতে পারে। রক্তে বেশ কিছু প্রোটিন থাকে, যারা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এদের ‘ক্লটিং ফ্যাক্টর’ বলা হয়।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও