গোপন সংবাদের ভিত্তিতে বনদপ্তর এর কর্মীরা লগ বোঝাই গাড়ি আটক করে
গোপন সংবাদের ভিত্তিতে বনদপ্তর এর কর্মীরা  লগ বোঝাই গাড়ি আটক করে

 পত্রদূত প্রতিনিধিঃপ্রতিদিনই ১৮ মুড়া সহ বড়মুড়া জঙ্গলের মূল্যবান  গাছপালা বনদস্যুরা মূল্যবান উজার করে দিচ্ছে।রাজ্য সহ বহি রাজ্যে বন ও কর্মীদের চোখে ধুলো দিয়ে কিংবা গোপন বোঝাপড়ার মাধ্যমে অবাধে পাচার হচ্ছে জঙ্গলের বহু মূল্যবান গাছপালা। কখনো বনদপ্তরের কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে চেরাই কাঠ কিংবা লগ আটক করতে সক্ষম হয়। আবার কখনো বনকর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় পাচারকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে বনদপ্তর এর কর্মীরা  লগ বোঝাই গাড়ি আটক করে বৃহস্পতিবার গভীর রাতে। তারা গাড়িটিকে আটক করার চেষ্টা চালায়। বন কর্মীদের গাড়িটিকে ধাক্কা দিয়ে ওই লগ বোঝাই গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও বনদপ্তদের কর্মীদের সাহসিকতায় লগ বোঝাই গাড়িটি আটক করতে সক্ষম হলেও গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও