নিম্নমুখী দেশের কোভিড সংক্রমণ, ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩,৩৭৫ জন
নিম্নমুখী দেশের কোভিড সংক্রমণ, ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩,৩৭৫ জন

পত্রদূত প্রতিনিধিঃ   উৎসবের মরশুমে স্বস্তি দিচ্ছে দেশের করোনা পরিসংখ্যান। মহাসপ্তমী অর্থাৎ রবিবার সার্বিকভাবে নিম্নমুখী দেশের দৈনিক কোভিডগ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে সাড়ে তিন হাজারেরও কম মানুষ।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭৫ জন। গতকালও সংখ্যাটা ছিল ৪ হাজারের সামান্য কম। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৩৭ হাজার ৪৪৪ জন। আগের দিনের থেকে প্রায় এক হাজার কমেছে এই অ্যাকটিভ কেস।স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৬৭৩ জন পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ২৮ হাজার ৩৭০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও