মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী
মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী

পত্রদূত প্রতিনিধিঃ   আজ জাতির পিতা মহাত্মা গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রবিবার প্রধানমন্ত্রী মোদী দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে শাস্ত্রীর গ্যালারির ঝলকও শেয়ার করেছেন এবং জনগণকে যাদুঘরটি দেখার আহ্বান জানিয়েছেন।মহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, " এবারের গান্ধী জয়ন্তীর বিশেষ কারণ ভারত আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে। সবসময় বাপুর আদর্শে বেঁচে থাকুন। আমি আপনাদের খাদি এবং হস্তশিল্প কেনার জন্যও অনুরোধ করছি। গান্ধীজির প্রতি শ্রদ্ধা স্বরূপ পণ্য।"এছাড়া প্রধানমন্ত্রী মোদী এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে টুইটে লিখেছেন, "লাল বাহাদুর শাস্ত্রী জি তাঁর সরলতা এবং সিদ্ধান্তমূলকতার জন্য সারা ভারতে প্রশংসিত। আমাদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে তাঁর কঠোর নেতৃত্ব সর্বদা স্মরণ করা হবে। তাঁর জয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানাই।"

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও