শনিবার জহরনগর স্থিত ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে এক প্রস্তুতি বৈঠক
শনিবার জহরনগর স্থিত ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে এক প্রস্তুতি বৈঠক

পত্রদূত প্রতিনিধিঃ  ডুম্বুর জলাশয়কে কেন্দ্র করে রাজ্য সরকার ওই এলাকায় ১৫ টি লগ হাট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত পর্যটকদের আকর্ষিত করে তুলতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে। এই সময়ের মধ্যে এই লগ হাটের নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সাত অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে এই লগ হাট গুলি উদ্বোধন হতে চলেছে। এই উদ্বোধন কে কেন্দ্র করে শনিবার জহরনগর স্থিত ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই প্রস্তুতি বৈঠকে পৌরহিত করেন পূর্ব ত্রিপুরা আসনের সংসদ রেবতি ত্রিপুরা, ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা, ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা এল টি ডারলং, এমডিসি ভূমিকা নন্দ রিয়াং সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, ধলাই জেলা প্রশাসনের উচ্ছপদস্থ আধিকারিকগণ। পরবর্তী সময় এক সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন সাংসদদের প্রতি ত্রিপুরা। তিনি বলেন পর্যটন ক্ষেত্রে সময়ের মধ্যে গোটা দেশে ত্রিপুরার স্থান রয়েছে ১৯ নাম্বারে এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরার স্থান রয়েছে ১ নাম্বারে। পর্যটন ক্ষেত্রে ত্রিপুরাকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে সরকার। তবে এই লগ হাট গুলির উদ্বোধন হয়ে গেলে নিঃসন্দেহে পর্যটকের সংখ্যা বাড়বে এমনটাই আশা করছেন সকলে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও