ক্রিমিয়ার বিস্ফোরণের বিষয় যা বলল রাশিয়া
ক্রিমিয়ার বিস্ফোরণের বিষয় যা বলল রাশিয়া

পত্রদূত প্রতিনিধিঃ  মস্কো অধিভুক্ত ক্রিমিয়ায় একটি অস্ত্রের ডিপোতে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এর পর পরই সেখানে আগুন লেগে যায়। এটি ‘নাশকতা’ বলে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।  মঙ্গলবার রাশিয়ার সংবাদ সংস্থাগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ আগস্ট সকালে নাশকতার ফলে ক্রিমিয়ার ঝাঁকোই এলাকায় সামরিক সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বেশ কিছু বেসামরিক স্থাপনারও ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুতের লাইন, বিদ্যুৎকেন্দ্র, রেললাইন ও আবাসিক ভবন। তবে এ ঘটনায় কেউ নিহত কিংবা মারাত্মক আহত হননি। এর আগে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সকাল পৌনে ৬টার দিকে অস্থায়ী সামরিক রক্ষণাগারে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিস্ফোরণস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ওই এলাকা থেকে দুই হাজার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও