আবারও কেঁপে ওঠল রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া
আবারও কেঁপে ওঠল রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া

পত্রদূত প্রতিনিধিঃ  রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তাদের দখলকৃত ক্রিমিয়ার মাইসকোয়ে শহরে একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাদের দাবি আগুন লেগে অস্ত্রের গুদামে বিস্ফোরণ হয়েছে।  এর আগে গত মঙ্গলবার ক্রিমিয়ার সাকি বিমান ঘাঁটিতে হয় ভয়াবহ বিস্ফোরণ।  সেই ঘটনায় একজন নিহত এবং ১৫ জন আহত হন।  ওই সময়ও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল অস্ত্রের গুদামে আগুন লেগে বিমান ঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে। সেই বিস্ফোরণে রাশিয়ার কমপক্ষে নয়টি যুদ্ধবিমান আংশিক ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্ত্রের গুদামে বিস্ফোরণের ব্যাপারে জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে,  মাইসকোয়ের একটি সেনা স্থাপনায় ভোর ৬টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।এর কারণে অস্ত্রের গুদামে বিস্ফোরণ হয়।

 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও