বিহারে মন্ত্রিত্ব বন্টন : নীতীশের হাতে স্বরাষ্ট্র, তেজস্বী স্বাস্থ্য ও তেজপ্রতাপ হলেন পরিবেশ মন্ত্রী
বিহারে মন্ত্রিত্ব বন্টন : নীতীশের হাতে স্বরাষ্ট্র, তেজস্বী স্বাস্থ্য ও তেজপ্রতাপ হলেন পরিবেশ মন্ত্রী

পত্রদূত প্রতিনিধিঃ  মন্ত্রিসভার সম্প্রসারণ তথা মন্ত্রিত্ব বন্টন হয়ে গেল বিহারে। স্বরাষ্ট্র দফতর নিজের হাতে রাখলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের কাঁধে স্বাস্থ্য দফতর। বিহারের অর্থমন্ত্রী হয়েছেন বিজয় কুমার চৌধুরী ও তেজস্বী যাদবের দাদা তেজপ্রতাপ যাদবকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।৩৩ জন মন্ত্রীর হাতে বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র, মন্ত্রিমন্ডল সচিবালয়-সহ কিছু মন্ত্রকের দায়িত্ব নিজের হাতে রেখেছেন নীতীশ কুমার। তেজস্বী যাদবের কাঁধে স্বাস্থ্য, পথ নির্মাণ, নগরোন্নয়ন ও গ্রামীণ কার্য দফতরের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। অর্থমন্ত্রী হয়েছেন বিজয় কুমার চৌধুরী, রাজস্ব ও ভূমি সংস্কার মন্ত্রী অলোক কুমা মেহতা। তেজপ্রতাপ যাদবকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবহন মন্ত্রী হয়েছেন শীলা কুমারী। বিহারের শিক্ষামন্ত্রী হয়েছেন চন্দ্র শেখর।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও