সিপিআইএমের ডাকে আমবাসা শহরে এক বিক্ষোভ মিছিল
সিপিআইএমের ডাকে আমবাসা শহরে এক বিক্ষোভ মিছিল

পত্রদূত :  ১৯৪২ সনের নয় অগাস্ট জাতির জনক মহাত্মা গান্ধীর ডাকে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। এই ভারত ছাড়ো আন্দোলনের আশি বছর পূর্তি উপলক্ষে আজ সিপিআইএমের ডাকে আমবাসা শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে সিপিআইএম। এদিন মিছিলে সিপিআইএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সিপিআইএম নেতৃত্ব কাজলদেব জানান মহাত্মা গান্ধীর নেতৃত্বে আশি বছর পূর্বে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। তিনি বলেন পরাধীন অবস্থায় ভারতবাসীদের জনজীবন অসহনীয় হয়ে উঠেছিল। তিনি বলেন বর্তমানেও ভারতবর্ষের অর্থনৈতিক সামাজিক অবস্থা খুবই খারাপ। ভারতবর্ষের যুবকরা আজ নিরুপায়। দেশের সার্বভৌমত্ব আজ ধ্বংসের মুখে। দ্রব্যমূল্য বৃদ্ধি , বেকারত্ব দিন দিন বেড়েই চলছে। আর এই সব থেকে দেশকে রক্ষা করতে প্রয়োজন বর্তমান সরকারের সঠিক পদক্ষেপ। তিনি বলেন বর্তমানে ভারতের যে অবস্থা তা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলংকার থেকেও খারাপ অবস্থায়। সরকার যেন অতিসত্বর দেশ ও যুব সমাজকে রক্ষা করতে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে। তিনি আরো বলেন বর্তমান সরকার যদি কোন ধরনের পদক্ষেপ না গ্রহণ করে তাহলে আগামী দিন তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও