বিধানসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ
বিধানসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ

উপনির্বাচনের চারটি আসনের মধ্যে তিনটিতে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি এবং একটি আসন পেয়েছে রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেস।   তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজ্য বিধানসভার প্রেক্ষাগৃহে উপনির্বাচনে জয়ী প্রার্থীরা রাজ্য বিধানসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন এবং তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। এদিন শপথ বাক্য পাঠ করার পাশাপাশি নবনিযুক্ত সদস্য সদস্যারা আগামী দিনে জনস্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন। শপথ গ্রহণের পর নবনির্বাচিত জনপ্রতিনিধিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্য সভাপতি ও দলীয় নেতৃত্বদের পাশাপাশি কার্যকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। কেননা কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তাদেরকে জনপ্রতিনিধি বানিয়ে বিধানসভার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে বলে, তাই নব নির্বাচিত জনপ্রতিনিধিরা কথা দেন যে নিজ নিজ কেন্দ্রের উন্নয়নের স্বার্থে নিঃস্বার্থভাবে নিজ দায়িত্বে সচল থাকবেন বলে।   এদিনের শপথগ্রহণ সমারোহে উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়িকা মিমি মজুমদার, রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ রাজ্য বিধানসভা অন্যান্য সদস্য সদস্যারা।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও