ইসরাইলের অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী বেনেটের
ইসরাইলের অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী বেনেটের

 পত্রদূতঃ-    ইসরাইলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের সহিংস দমন অভিযানের প্রতিবাদে এক আরব নারী সংসদ সদস্য পার্লামেন্ট থেকে পদত্যাগ করার পর বেনেট এ উদ্বেগ প্রকাশ করেন।এ নিয়ে গত দুই মাসেরও কম সময়ের মধ্যে বেনেট-লাপিদের নেতৃত্বাধীন জোট সরকার থেকে দ্বিতীয় সংসদ সদস্য পদত্যাগ করলেন। খবর মিডলইস্ট মনিটর।নাফতালি বেনেট নিজের অফিসিয়াল টুইটার পেইজে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, আপৎকালীন সরকার গঠন ছিল একটি কঠিন কাজ। কিন্তু দেশের ভবিষ্যৎ এখন বিপদের মুখে রয়েছে। আমাদের জনগণের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে, কারণ আমাদের আর কোনো দেশ নেই।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও