জ্বালানিতে শুল্ক হ্রাস নিয়ে মন্তব্য মোদীর
জ্বালানিতে শুল্ক হ্রাস নিয়ে মন্তব্য মোদীর

পত্রদূত: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, পেট্রলের উপর লিটারে ৮ টাকা এবং ডিজেলের উপর লিটারে ৬ টাকা শুল্ক ছাড় দেবে সরকার। ফলে পেট্রলের দাম কমবে লিটারে সাড়ে ৯ টাকা এবং ডিজেলের ৭ টাকা। টুইটারে এই ঘোষণা করেন অর্থমন্ত্রী। দাম কমানোর প্রতিক্রিয়া জানিয়ে, বেশ কয়েকজন বিজেপি নেতা এই পদক্ষেপের সমর্থনে টুইট করেছেন কিন্তু কংগ্রেসের কাছে সবটাই কেন্দ্রীয় সরকারের আই ওয়াশ। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, "আমাদের কাছে সবসময় জনগণই সবার আগে! আজকের সিদ্ধান্ত, বিশেষ করে পেট্রোল এবং ডিজেলের দাম উল্লেখযোগ্য কমানো বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচকভাবে প্রভাব ফেলবে। সাধারণ মানুষকে স্বস্তি দেবে এবং জীবনযাত্রার আরও সহজ হবে।"

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও