প্রয়াণ দিবসে পিতাকে স্মরণ রাহুলের
প্রয়াণ দিবসে পিতাকে স্মরণ রাহুলের

পত্রদূত: প্রয়াণ দিবসে পিতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আবেদঘন টুইটে রাহুল লিখেছেন, একজন দার্শনিক নেতা ছিলেন রাজীব গান্ধী। তিনি একজন সহানুভূতিশীল এবং দয়ালু মানুষ ছিলেন, আধুনিক ভারত গঠনে সাহায্য করেছিল তাঁর নীতি।শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩১ তম প্রয়াণ দিবস। এদিন টুইটারে রাজীব গান্ধীর সঙ্গে সম্পর্কিত একটি ভিডিও আপলোড করে রাহুল লেখেন, "আমার বাবা একজন দূরদর্শী নেতা ছিলেন, তাঁর নীতি আধুনিক ভারত গঠনে সাহায্য করেছিল। তিনি একজন সহানুভূতিশীল এবং দয়ালু মানুষ ছিলেন। আমার ও প্রিয়াঙ্কার জন্য একজন চমৎকার পিতা ছিলেন, যিনি আমাদের ক্ষমা এবং সহানুভূতির মূল্য শিখিয়েছিলেন। আমি তাঁকে খুব মিস করি এবং আমরা একসঙ্গে কাটানো সময়ের কথা মনে করছি।"

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও