বড়মুড়া ক্যাফেটেরিয়া এর মধ্যে অবৈধভাবে হুক লাইন
বড়মুড়া ক্যাফেটেরিয়া এর মধ্যে অবৈধভাবে হুক লাইন

পত্রদূত:  শাসক দলের নেতার হাত মাথায় থাকলে অসাধ্য কাজ ও সাধ্য বটে। তবে শেষ রক্ষা টুকু করতে পারল না প্রশাসনের হাত থেকে। দীর্ঘদিন ধরে বড়মুড়া ক্যাফেটেরিয়া এর মধ্যে অবৈধভাবে হুক লাইন ব্যবহার এবং বিদ্যুৎ চুরি করার দায়ে বিদ্যুৎ সংযোজন ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। ঘটনা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের তেলিয়ামুড়া মহকুমা বিদ্যুৎ দপ্তর এর অধীন বড়মুড়া ক্যাফেটেরিয়াতে। সংবাদে জানা যায় , বিগত প্রায় নয় মাস পূর্বে তেলিয়ামুড়া শান্তিনগর এলাকায়  বড়মুড়া ক্যাফেটেরিয়া সরকারিভাবে ট্রেন্ডার ডাকা হয়। সেই ট্রেন্ডার অনুযায়ী কার্পেট  ক্যাফেটেরিয়ার পরিচালনার দায়িত্ব দেওয়া হয় একটি স্বনির্ভর দলের হাতে। উল্লেখ্য, বড়মুড়া ক্যাফেটেরিয়া ট্রেন্ডার অনুযায়ী স্বনির্ভর দলের হাতে পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকলেও ওই স্বনির্ভর দলটি কাগজ-কলমে পরিচালনার দায়িত্বে থাকলেও পরিচালনা করছে  শাসক দলের কয়েকজন নেতা। তাও আবার দীর্ঘ প্রায় ৯ মাস ধরে। বড়মুড়া ক্যাফেটেরিয়া পক্ষ থেকে বিগত দুর্গাপূজার সময় তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তর থেকে টেম্পোরারি বিদ্যুৎ কানেকশন নিয়েছিল। টেম্পোরারি কানেকশন এর নিয়ম অনুযায়ী উৎসবের কয়েকদিন ব্যবহার করতে পারবে। কিন্তু বিদ্যুৎ দপ্তর এর চোখে ধুলো দিয়ে দিব্যি চুরি করে বিদ্যুৎ ব্যবহার করে  চলেছে দীর্ঘ প্রায় নয় মাস ধরে। তেলিয়ামুড়া মহাকুমার বিদ্যুৎ নিগমের S.D.O তথা সিনিয়র ম্যানেজার দেবাশীষ দাস এর নেতৃত্বে বিদ্যুৎ দপ্তর এর কর্মীরা বড়মুড়া ক্যাফেটেরিয়ায় এর মধ্যে অভিযান চালায়। অভিযান কালে সিনিয়র ম্যানেজার দেবাশীষ দাস এর চোখে ধরা পড়ে বড়মুড়া ক্যাফেটেরিয়া এর মধ্যে যেই বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ অবৈধ।হুক লাইনের মাধ্যমে  বিদ্যুৎ চুরি করে ব্যবহার  যাচ্ছে দীর্ঘ নয় দশ মাস ধরে। এই অবৈধ হুক লাইন ব্যবহারের বিদ্যুৎ চুরির ঘটনায় বিদ্যুৎ কর্মীরা কাফেটেরিয়ার বিদ্যুৎ ব্যবস্থার ছিন্ন করে। এদিকে সিনিয়র ম্যানেজার দেবাশীষ দাস জানান, হুক লাইন ব্যবহার করে বিদ্যুৎ চুরি করার অপরাধে আর্থিকভাবে জরিমানা করা হবে। এবং আইনগত ব্যবস্থা নিতে পারে বলে তিনি জানান।এদিকে একাংশ শুভবুদ্ধি জনগণের অভিমত, এই বড়মুড়া ক্যাফেটেরিয়াটি স্ব সহায়ক দলের নামে থাকলেও পরিচালনা করছেন শাসক দলের কয়েকজন  নেতা। আর তার কারণে দীর্ঘ প্রায় নয় মাস ধরে অবৈধভাবে হুক লাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরি করে যাচ্ছে।এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা তেলিয়ামুড়া জুড়ে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও