দুর্যোগ-বিধ্বস্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ টোঙ্গায় ত্রাণ পাঠাচ্ছে নিউজিল্যান্ড
দুর্যোগ-বিধ্বস্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ টোঙ্গায় ত্রাণ পাঠাচ্ছে নিউজিল্যান্ড

পত্রদূতঃ দুর্যোগ-বিধ্বস্ত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ টোঙ্গায় ত্রাণ পাঠাচ্ছে নিউজিল্যান্ড। কিন্তু রাজধানীর প্রধান বিমানবন্দরের রানওয়েতে স্তূপ হওয়া আগ্নেয় ছাইয়ের কারণে অবতরণ করতে পারছে না ত্রাণবাহী উড়োজাহাজ।নিউজিল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রাণ সরবরাহসহ সামরিক জাহাজ দেশটির দ্বীপগুলোতে পৌঁছতে কয়েক দিন সময় লাগবে।গত শনিবার সাগরগর্ভের আগ্নেয়গিরির প্রচণ্ড অগ্ন্যুৎপাতের পর থেকে টোঙ্গায় সম্ভাব্য মানবিক সংকটের আশঙ্কা বাড়ছে।  ওই অগ্ন্যুৎপাতের ফলে সুনামির সৃষ্টি হয়। সাবমেরিন কেবল কেটে যাওয়ায় বহির্বিশ্ব থেকে দেশটি বিচ্ছিন্ন হয়ে যায়।আজ মঙ্গলবার ওয়ান নিউজ প্যাসিফিকের প্রতিনিধি বারবারা ড্রেভার এক প্রতিবেদনে বলেছেন, টোঙ্গার ২০০ মানুষ সোমবার বিমানবন্দরের রানওয়ে পরিষ্কার করতে শুরু করেন। এভাবে কাজটি করতে  অনেক সময় লাগবে বলে জানান তিনি।টোঙ্গায় প্রতিবেশী বড় দেশ নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত হাইকমিশনার পিটার লুন্ড বলেছেন, স্থানীয় সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। ধ্বংসের পরিমাণ প্রকাশ্যে আসতে শুরু করেছে।পিটার লুন্ড ফেসবুকে লিখেছেন, ‘সেখানে ভবনগুলোর ক্ষতি হয়েছে। সুনামির ঢেউয়ের তোড়ে প্রচুর ভাঙাচোরা জিনিস এবং বড় পাথর ভেসে এসে তীরে আছড়ে পড়েছে। তবে রাজধানীর লোকজন স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। ছাইয়ের পুরু আস্তরণ সরানোর প্রচেষ্টা চলছে‌। বিশেষ করে রাজধানী নুকু'আলোফার প্রধান বিমানবন্দরের রানওয়ে থেকে ছাই অপসারণের চেষ্টা করা হচ্ছে, যাতে প্রথম ত্রাণ ফ্লাইটগুলো যত তাড়াতাড়ি সম্ভব আসতে পারে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও