ছাইয়ে ঢাকা টোঙ্গার ক্ষয়ক্ষতি জানতে বিমান পাঠাল নিউজিল্যান্ড
ছাইয়ে ঢাকা টোঙ্গার  ক্ষয়ক্ষতি জানতে বিমান পাঠাল নিউজিল্যান্ড

পত্রদূত: সাগরতলের আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং তা থেকে সুনামির কবলে পড়া টোঙ্গার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে একটি বিমান পাঠিয়েছে নিউজিল্যান্ড।অগ্ন্যুৎপাতের ফলে এলাকার প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দ্বীপ ছাইয়ে ঢেকে গেছে। আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি বিবিসিকে এ তথ্য জানিয়েছে। টোঙ্গার বিস্তীর্ণ এলাকা ছাইয়ে ঢেকে যাওয়া ছাড়াও বিদ্যুৎ এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে ৮০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, সুনামির ফলে টোঙ্গায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কারো মৃত্যুর ব্যাপারে এখনো (সোমবার দুপুর) জানা যায়নি। টোঙ্গার পরিস্থিতি সম্পর্কে এখনো তথ্যের অভাব রয়েছে। অস্ট্রেলিয়াও সেখানকার ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য বিমান পাঠাচ্ছে। নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী এক টুইটে জানিয়েছে, টোঙ্গার নিচু এলাকাগুলোর ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রভাব মূল্যায়নের জন্য এরই মধ্যে একটি বিমান রওনা হয়েছে। 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও