ঢাকায় ভয়ংকর রূপ নিচ্ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট  ওমিক্রন
ঢাকায় ভয়ংকর রূপ নিচ্ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট  ওমিক্রন

পত্রদূত: 

বাংলাদেশের রাজধানী ঢাকায় ভয়ংকর রূপ নিচ্ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট  ওমিক্রন। প্রতিদিন ​লাফিয়ে লাফিয়ে বাড়ছে ওমিক্রনের সংক্রমণ। ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায়। এরই মধ্যে উচ্চ  ঝুঁকি ঢাকা ও রাঙ্গামাটি জেলাকে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন শনাক্তের ৮১ শতাংশই ঢাকায় বসবাসকারী মানুষ। দৈনিক শনাক্তের হার ১৩ শতাংশ ছাড়িয়ে গেছে। গত এক সপ্তাহে বাংলাদেশে করোনার সংক্রমণ বেড়েছে দ্বিগুণ। আগের সপ্তাহের তুলনায় ১৬৯ শতাংশের বেশি রোগী বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের গতি ঠেকানো না গেলে দ্রুতই ভয়ংকর রূপ নেবে করোনা। ওমিক্রন নিয়ে বাংলাদেশেও উদ্বেগ দেখা দিয়েছে। এরই মধ্যে বাংলাদেশ সরকার দেয়া করোনা মোকাবিলায় নতুন করে বিধিনিষেধ চলছে। এতে সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ অবস্থায় সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সবাইকে টিকা নিতে হবে। যারা মাস্ক পরা ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করা হচ্ছে।

 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও