মিশরের লাক্সরে ৩,০০০ বছরের পুরনো এক রাজপথ আবার চালু করা হয়েছে
মিশরের লাক্সরে ৩,০০০ বছরের পুরনো এক রাজপথ আবার চালু করা হয়েছে

পত্রদূত প্রতিনিধিঃ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার সদা সর্বদা পুষ্ট করে মানবজাতিকে। ইতিহাসের প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়ে নানা ভাবে সমৃদ্ধ হয় বর্তমান সমাজ-সংস্কৃতি। যেমন মিশরের লাক্সরে ৩,০০০ বছরের পুরনো এক রাজপথ আবার চালু করা হয়েছে। 'অ্যাভিনিউ অফ স্ফিংস' নামের এই রাস্তাটি সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলে দেওয়া হল। ফারাও যুগের রথ এবং শত শত শিল্পী এই পথটি ব্যবহার করতেন। সেই পথ আবার ব্যবহার করা শুরু করা যাবে। এই পথটিকে খুঁড়ে বের করতে সময় লেগেছে কয়েক দশক।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও