রমেশ কবিরাজ পাড়ার ছাত্র ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ মিড্-ডে-মিল-এর মধ্যে কিছুটা ব্যতিক্রম
রমেশ কবিরাজ পাড়ার ছাত্র ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ মিড্-ডে-মিল-এর মধ্যে কিছুটা ব্যতিক্রম

পত্রদূত প্রতিনিধিঃ  এই পাড়ায় আশি পরিবারের বাস ।প্রায় প্রতিটি পরিবারেই রয়েছে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী। ওই রমেশ কবিরাজ পাড়ার ছাত্র ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ ছাত্র ছাত্রীরা স্কুল থেকে মিড্-ডে-মিল-এর চাল ডাল আনার পর চালের মধ্যে কিছুটা ব্যতিক্রম পরিলক্ষিত হয় ।অভিভাবকরা জানান চালগুলি জলে দিলে একাংশ চাল পিচ্ছিল এবং ফুলে ফেঁপে ওঠে ।উনুনে বসালে অন্যান্য ভাতের তুলনায় মোটা হয়ে যাচ্ছে।এনিয়ে ব্যাপক বিভ্রান্তিতে পড়ে রমেশ কবিরাজ পাড়ার অভিভাবকরা ।বিভ্রান্তি কাটাতে শনিবার রমেশ কবিরাজ পাড়ার জমাতিয়া পাড়া এস-বি স্কুলে অভিভাবকরা একযোগে হানা দেয়।ঘটনার বিস্তারিত ব্যাখ্যা করে অভিভাবকদের আস্বস্ত করেন প্রধান শিক্ষক।আমাদের প্রতিনিধির বিভিন্ন প্রশ্নের উত্তরে জমাতিয়া পাড়া এস-বি স্কুলের প্রধান শিক্ষক বিস্তারিত জানাতে গিয়ে বলেন এই চাল গুলিকে নিয়ে বিভ্রান্ত বা ভয়ের কিছু নেই ।প্রধান শিক্ষক জানান বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বাড়তি ভিটামিন যোগ করতেই নর্মাল চালের সঙ্গে একাংশ ভিটামিন যুক্ত কৃত্তিম চাল সংমিশ্রণ করে দেওয়া হচ্ছে ।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও