অমিতাভ বচ্চনের সাফল্যের পিছনে তাঁর বাবার নীরব অবদানের কথা উচ্চকণ্ঠে স্বীকার করে এসেছেন
অমিতাভ বচ্চনের সাফল্যের পিছনে তাঁর বাবার নীরব অবদানের কথা উচ্চকণ্ঠে স্বীকার করে এসেছেন

 পত্রদূত প্রতিনিধিঃ  হিন্দি সাহিত্য আন্দোলনে হরিবংশ এক বিশেষ নাম। তিনি মূলত কবি। বরাবর তাঁর কাব্য উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত থেকেছে।  তিনি এক মেগাস্টারের বাবা। দুর্ভাগ্যজনক ভাবে এই পরিচয়ই বড় হয়ে গিয়েছে তাঁর ক্ষেত্রে। অথচ, যা হওয়া কোনও ভাবেই কাম্য ছিল না। তিনি হরিবংশ রাই বচ্চন। অমিতাভ বচ্চনের কীর্তিমান বাবা। ভাষাগত কারণেই হোক, আর অন্য যে কারণেই হোক না কেন, বাঙালির তেমন হরিবংশ-চর্চার ইতিহাস নেই। বাঙালির হরিবংশ-চর্চা বলতে 'মধুশালা'। অমিতাভ বচ্চনের পথ যতই আলাদা হোক, এবং তাঁর জনপ্রিয়তা যতই অলৌকিক হোক না কেন, তিনি সারা জীবন ধরে তাঁর সাফল্যের পিছনে তাঁর বাবার নীরব অবদানের কথা উচ্চকণ্ঠে স্বীকার করে এসেছেন। 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও