বোতল জমা দিলেই মিলবে টাকা
বোতল জমা দিলেই মিলবে টাকা

পত্রদূত প্রতিনিধিঃ বোতল জমা দিলেই মিলবে টাকা। রাস্তার ধারেই রাখা মেশিন। সেখানে বোতল জমা দিলে মিলবে রসিদ। আর সেই রসিদ জমা দিলেই মিলবে টাকা। এভাবেই ধীরে ধীরে প্লাস্টিক বোতল কমানোর ড্রাইভ চলছে জার্মানিতে।জার্মানিতে প্রায়ই দেখা যাচ্ছে, লোকজন বোতল ভরা বস্তা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ছে। ব্যাপার কী? আসলে সেদেশে একটা প্রচেষ্টা শুরু হয়েছে দেশকে প্লাস্টিকমুক্ত করার। প্লাস্টিক প্যাকেজেড কোনও জিনিস কিনে পরে যে কোনও জায়গায় নির্দিষ্ট কাউন্টারে ওই ফাঁকা বোতল জমা দিলে একটি রসিদ মিলবে। ওই রসিদ জমা দিলেই টাকা। 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও