অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় ঢাকাসহ সারা বাংলাদেশে সর্বোচ্চ সতর্ক
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় ঢাকাসহ সারা বাংলাদেশে সর্বোচ্চ সতর্ক

পত্রদূত প্রতিনিধিঃ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় ঢাকাসহ সারা বাংলাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসঙ্গে বাংলাদেশজুড়ে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিটকে ওয়ারলেসের মাধ্যমে মৌখিক এ বার্তা দেওয়া হয়েছে। এরপরই পুলিশ ও র্যায়বসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। এমনকি পুলিশের দায়িত্বশীল যে কর্মকর্তারা ছুটিতে ছিলেন, তা বাতিল করা হয়েছে। তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুলিশ সদরদপ্তরের এআইজি কামরুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল ব্যবস্থা ও নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ সদস্যদের সবসময়ই সতর্ক অবস্থানে থাকতে বলা হয়। আগামী ২৮ ডিসেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে ফের যেন কোনো সহিংসতা না হয়, এ জন্য পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও