সেনা বাহিনীর বিশেষ সাইক্লিং অভিযানের সমাপ্তি
সেনা বাহিনীর বিশেষ সাইক্লিং অভিযানের সমাপ্তি

পত্রদূত প্রতিনিধিঃ ১৯৭১ সালের বাংলাদেশ এর স্বাধীনতা যুদ্ধের সুবর্ণ জয়ন্তী স্মরণে ভারত-বাংলাদেশ দুই দেশের সেনা বাহিনীর বিশেষ সাইক্লিং অভিযানের সমাপ্তি অনুষ্ঠান সোমবার শেষ হয়েছে কলকাতার ফোর্ট উইলিয়ামে। ভারত-বাংলাদেশের ৪০ জন সেনা সাইক্লিস্ট এই বিশেষ সাইক্লিং অভিযানে ৩৮৭ কিলোমিটার যাত্রাপথ অংশ গ্রহণ করেন। বাংলাদেশের যশোর থেকে ১৫ নভেম্বর যাত্রা শুরু করে ১৯ শে নভেম্বর সাইক্লিস্টরা গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে রুদ্র ব্রিগেড কম্যান্ডার এবং ১৫৮ বর্ডার সিকিউরিটি ফোর্স এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল তাদের স্বাগত জানান। ওইদিন বর্ডার আউটপোস্ট এ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রুপ ফটো এবং চা পর্বের মধ্যে দিয়ে আলাপ-আলোচনা হয় এই এক্সপিডিশনের সদস্যদের সাথে।২০ নভেম্বর কৃষ্ণনগর থেকে ব্যারাকপুর মিলিটারি স্টেশন অব্দি এই এক্সপিডিশনের পরবর্তী পর্যায়ের ফ্ল্যাগ অফ করেন কমান্ডার এ পারিদা। ব্যারাকপুর রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২১ নভেম্বর এই এক্সপিডিশনের সদস্যরা ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারা মন্ডল ও যাদুঘরসহ কলকাতার বিভিন্ন ঐতিহাসিক স্মারক গুলো ঘুরে দেখেন। এই যৌথ অভিযান ৫০ বছর আগে ভারত-বাংলাদেশের মধ্যে তৈরি বন্ধনকে পুনর্নবীকরণ করেছে এবং আগামী দিনেও সমস্ত স্তরে প্রতিরক্ষা সহযোগিতাকে আরও উন্নীত করবে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও